আ’লীগ বিদেশিদের হস্তক্ষেপের সুযোগ তৈরি করেছে: ফয়জুল করীম

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৩:৪৪ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ১৩:৪৪
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বহির্বিশ্বের যে হস্তক্ষেপ তা আওয়ামী লীগের তৈরি করা। এ জন্য অন্যরা দায়ী নয়।
সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, আমরা অনেকেই বলি বিদেশি হস্তক্ষেপ চাই না। আমার প্রশ্ন হলো– বিদেশিরা হস্তক্ষেপ করে কেন? আমাদের দুর্বলতাটা কী? কোন ছিদ্রের মাধ্যমে তারা হস্তক্ষেপ করছে? সেই দুর্বলতা হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া; গ্রহণযোগ্য নির্বাচন না দেওয়া।
তিনি বলেন, সরকার যদি এমন নির্বাচন দিত, তাহলে আমেরিকা আমাদের ওপর ছড়ি ঘোরাতে পারত না। ভারতও আমাদের গলা চাপতে পারত না। এই রাস্তা কেউ তৈরি করেনি, এটি আওয়ামী লীগই করেছে। এ দায় আওয়ামী লীগের।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা দাবি তুলেছে– জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে; গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া জনগণের মুক্তি নেই, দেশেরও মুক্তি নেই। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।
নগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদ।