পুঠিয়ায় হাট ইজারাদারকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৩

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৩:৫৩ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ১৩:৫৩
রাজশাহীর পুঠিয়া উপজেলায় নাজমুল ইসলাম সুমন নামে এক হাট ইজারাদারকে কুপিয়ে জখমের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার উপজেলার মধুখালী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেন সুমনের বাবা নজরুল ইসলাম।
সাবেক সেনা সদস্য সুমন ঝলমলিয়া হাটের ইজারাদার। তাঁর বাবা পুঠিয়া পৌর আওয়ামী লীগের সহসভাপতি।
গ্রেপ্তার তিন আসামি হলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিবুর রহমান মিঠু, তাঁর ভাই মো. রিপন ও ঝলমলিয়া এলাকার নিয়ামুল হক জুয়েল।
মামলার প্রধান আসামি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ। এ মামলায় অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারের বরাতে পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন জানান, ঝলমলিয়া হাটের ইজারা নেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন সুমনকে প্রাণনাশের হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন মাসুদসহ মামলার অন্য আসামিরা। রোববার বিকেলে মোটরসাইকেলে করে ঝলমলিয়া বাজারে যাওয়ার পথে সুমনকে মধুখালী এলাকায় থামিয়ে তারা হাঁসুয়া, চাইনিজ কুড়াল, চাপাতি ও রামদা দিয়ে কোপাতে থাকেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
ওসি বলেন, ঘটনার দিন রাতে মাসুদের বাড়ি থেকে মিঠু, জুয়েল ও রিপনকে আটক করা হয়। পরদিন করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, সুমনের অবস্থা ভালো না। তাঁর পুরো শরীরে আঘাতের চিহ্ন। তিনি রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
সুমনের বাবা নজরুল ইসলাম জানান, তাঁর ছেলের অবস্থা শঙ্কটাপন্ন; জটিল অপারেশন করাতে হবে। সুমনকে ঢাকায় নেওয়ার প্রক্রিয়া চলছে।