ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বরিশালে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ৬ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ৬ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৪:০৩ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ১৪:০৩

বরিশাল নগরীতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন হামলায় আহত আশিক ও সোহেলের বাবা মো. ইসলাম।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মো. ইসলামের দেওয়া অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার ছয় আসামি হলেন- তুহিন হাওলাদার (২৭), বাবাই (২৮), মো. মাহাদী (২৮), মো. জান (২০), বাবু সরদার (২৬) ও বাপ্পী হাওলাদার (২৩)। অভিযুক্তরা সবাই ২৯ নম্বর ওয়ার্ডের শাহ পরান সড়কের বাসিন্দা।

গত ৮ জুলাই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জানাতে যান নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ও কাউন্সিলররা। তাদের সঙ্গে সহস্রাধিক অনুসারী মোটরশোভাযাত্রা করে টুঙ্গিপাড়ায় যান। সেখানে খাবারের প্যাকেট নিয়ে ২৯ নম্বর ওয়ার্ড এলাকার ছাত্রলীগ সমর্থক কয়েকজন তরুণের মধ্যে হাতাহাতি হয়। বিকেলে টুঙ্গিপাড়া থেকে ফেরার পর কাশীপুর বাজার এলাকায় একপক্ষ অপরপক্ষের ওপর হাতুড়ি ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। দুই গ্রুপই সিটি করপোরেশনে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর সমর্থক।

প্রসঙ্গত, বরিশাল মহানগরে ছাত্রলীগের কমিটি নেই। সম্প্রতি অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় বিরোধের জেরে গত ১৫ মে মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আরও পড়ুন

×