দিনমজুর থেকে বিপুল সম্পদের মালিক গাবতলীর গোলজার

পুলিশের হাতে গ্রেপ্তার গোলজার রহমান
আব্দুল আউয়াল, বগুড়া
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৫:৫৮ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ১৫:৫৮
সর্বশেষ গোলজারের বাহিনীর কারণে মারা গেছেন গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পাররানীরপাড়া গ্রামের দিনমজুর আব্দুল মালেক। সুদের টাকা ফেরত দিতে না পারায় তাঁর স্ত্রী রিমা বেগমকে গত বৃহস্পতিবার মাঝরাত পর্যন্ত বাঁশঝাড়ে আটকে রেখে নির্মম নির্যাতন করেন গোলজার ও তাঁর বাহিনী। শেষ পর্যন্ত লজ্জায়-অপমানে শনিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মালেক।
নির্যাতনের ঘটনায় গত রোববার রিমা বেগম মামলা করার পর এরই মধ্যে গোলজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাররানীরপাড়া গ্রামের বাসিন্দারা জানান, শুধু রিমা বা মালেক নন, সুদের জন্য গোলজারের নির্যাতনের শিকার হয়েছেন আরও অনেকে। গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা হোরা প্রামাণিকের মেয়ে বছর পাঁচেক আগে গোলজারের কাছ থেকে সুদের ওপর ১ লাখ টাকা নিয়েছিলেন। পরে অব্যাহত চাপে মেয়ের দেনা শোধ করতে ভিটেমাটি বিক্রি করে ১১ লাখ টাকায় মীমাংসা করেন হোরা মিয়া। তবু আরও টাকার দাবিতে চলতে থাকে হুমকি-ধমকি। বাধ্য হয়ে পরিবার নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান হোরা মিয়া।

মুদি ব্যবসায়ী রাজ্জাক প্রামাণিকও ১ লাখ টাকা সুদের ওপর ধার নিয়েছিলেন গোলজার থেকে। তিন বছর ধরে প্রতি মাসে ১০ হাজার টাকা সুদ দিয়ে নিঃস্ব হয়ে যান রাজ্জাক।
রাজ্জাক প্রামাণিক বলেন, বেছে বেছে অসহায় মানুষকে সুদের ওপর টাকা ধার দেন গোলজার। সাধারণ মানুষকে জিম্মি করতে বহিরাগত ৭ থেকে ১০ যুবক নিয়ে নিজস্ব বাহিনী গড়ে তুলেছেন তিনি। কেউ সুদের টাকা পরিশোধে গড়িমসি করলে তাঁকে হয়রানি করে তাঁর বাহিনী।
মামলার বাদী ও মালেকের স্ত্রী রিমা বেগম বলেন, অভাবের জ্বালায় গোলজারের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম। কে জানত সেই টাকা আমার স্বামীকে কেড়ে নেবে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে গোলজার ও তাঁর দলবল সুদের টাকার জন্য আমাকে বাঁশঝাড়ে বেঁধে মারধর করেন। আমার বাবা জানতে পেরে গরু বিক্রি করে টাকা দিয়ে আমাকে ছাড়িয়ে নেন। আমার স্বামী-সম্মান সবই গেল। আমি গোলজারের বিচার চাই।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, গ্রেপ্তার গোলজারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। নির্যাতনে জড়িত অন্যরা পলাতক। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
- বিষয় :
- সুদের টাকা
- দাদন ব্যবসায়ী
- গোলজার রহমান
- রাজশাহী
- বগুড়া