বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বরিশাল ব্যুরো
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৬:২৫ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ১৬:৪১
ঝালকাঠীর নলছিটি উপজেলার এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি মো. হাবীব হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব-৮। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার খালিশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাবীব নলছিটির কুশঙ্গল গ্রামের এসকেন হাওলাদারের ছেলে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৮।
র্যাব সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় তরুণী কে ঘরে একা পেয়ে ধর্ষণ করে হাবীব। তরুণীর চিৎকারে বড় ভাই নারায়ণ চন্দ্র সাহা দৌড়ে ঘরে ঢুকলে তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় হাবীব। এ ঘটনায় তার বিরুদ্ধে নলছিটি থানায় মামলা করেন তরুণীর বড় ভাই নারায়ণ চন্দ্র সাহা।
মামলার পর তাকে গ্রেপ্তারে র্যাবকে চিঠি দেয় পুলিশ। এরপর র্যাব ছায়াতদন্ত শুরু করে। এর একপর্যায়ে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাবীবকে খুলনার খালিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।