মেঘনা সেতুতেও স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় শুরু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৬:২৫ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ১৬:২৫
ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেমের আওতায় এসেছে মেঘনা সেতু। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ সেতুটি দিয়ে যানবাহন পারাপারে সময় কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিনুল্লাহ নূরী আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
সরকারি গেটওয়ে একপাস পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে মেঘনা সেতুতে ইটিসি চালু হয়েছে বলে জানান এ বি এম আমিনুল্লাহ নূরী। তিনি বলেন, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাধীন ৯টি সেতু ও দুটি সড়কে ইটিসি সিস্টেম চালু হয়েছে। এর মধ্যে রয়েছে কর্ণফুলী সেতু, মেঘনা সেতু, গোমতী সেতু, ভৈরব সেতু, পায়রা সেতু, খান জাহান আলী (রূপসা) সেতু, চরসিন্দুর সেতু, শহীদ ময়েজ উদ্দিন সেতু, আত্রাই টোল প্লাজা ও লালন শাহ সেতু।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে গ্রাহকদের কাছে একপাস অ্যাপস ব্যবহারের বিস্তারিত তুলে ধরা হয়। কর্মকর্তারা বলেন, এ পদ্ধতি চালু হওয়ায় দ্রুত সময়ে যানবাহন থেকে টোল আদায় করা যাবে। অ্যানালগ (সাবেকি) পদ্ধতিতে টোল দিতে গিয়ে যানবাহনের অনেক সময় অপচয় হতো। একপাস পদ্ধতিতে সেই সময়ের সাশ্রয় হবে। এতে মেঘনা টোল প্লাজায় যানজট সৃষ্টির আশঙ্কাও থাকবে না। তারা আরও বলেন, আগামী অক্টোবরের পর ইটিসি ছাড়া কোনো যানবাহন মেঘনা টোল প্লাজা অতিক্রম করতে পারবে না।
অনুষ্ঠানে অতিরিক্ত সচিব শামীমা আক্তার, সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।