ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

সেতুমন্ত্রীকে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে খুলনায় আটক ১

সেতুমন্ত্রীকে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে খুলনায় আটক ১

আটক রুহুল আমিন- সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০০:৫৫ | আপডেট: ০৮ এপ্রিল ২০২০ | ০১:৩১

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ইউটিউবে গুজব ছড়ানোর অভিযোগে খুলনায় মো. রুহুল আমিন নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। 

মঙ্গলবার রাতে নগরীর বাগমারা মেইন রোড এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রুহুল আমিন এলাকার নজরুল ইসলামের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তিনি ভিডিও তৈরি করেন। এরপর তার নিজের তৈরি করা ইউটিউব চ্যানেল তাজ টিভিতে আপলোড করেন। যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উস্কানিমূলক। 

তিনি আরো বলেন, তার বাসা থেকে ইন্টারনেট সংক্রান্ত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

whatsapp follow image

আরও পড়ুন

×