ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

নাগেশ্বরীতে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

নাগেশ্বরীতে বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুটি অংশ ভেঙে যাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করছে - সমকাল

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ০৬:২০ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ০৬:২০

কুড়িগ্রামের নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙা ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুটি অংশ ভেঙে যাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করছে।

সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের মুড়িয়াহাট এলাকায় এক হাজার ২০০ ফুট বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচে পানির তোড়ে ভেঙে গেছে। এতে করে পশ্চিম এলাকার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

এদিকে এ বাঁধের ভাটিতে আনছার হাট এলাকায় দুই হাজার ৮০০ ফুট বাঁধ উপচে পানির তোড়ে ভেঙে গেছে। এতে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি নাগেশ্বরী উপজেলা শহরের দিকে যাচ্ছে। এতে আরও কিছু এলাকা প্লাবিত হতে পারে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, উজানে ভারী বৃষ্টির কারণে কুড়িগ্রামের সব নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। বিশেষ করে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি ১৭ জুলাই পর্যন্ত বিপৎসীমার কাছাকাছি পর্যন্ত বাড়তে পারে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন এ পর্যন্ত ১৭০০ প্যাকেট শুকনো খাবার, ৬৫০ মেট্রিকটন চাল ও ১০ লাখ টাকা উপজেলাগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে। জরুরি প্রস্তুতি মোকাবিলার জন্য আরও চাল-টাকা মজুদ রয়েছে। বন্যার্তদের আশ্রয়ণে নিয়ে আসার জন্য সব উপজেলায় ব্যবস্থা করা হয়েছে। গো-খাদ্যের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসআর/

আরও পড়ুন

×