ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

কুলখানির অনুষ্ঠান বন্ধ করলো পুলিশ

কুলখানির অনুষ্ঠান বন্ধ করলো পুলিশ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৮:০৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রংপুরের মিঠাপুকুরে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমনের মধ্যেও কুলখানির আয়োজন করায় তা বন্ধ করে দিয়েছে পুলিশ।

মৃত ওই ব্যক্তির নাম মোন্নাফ আলী (৫০)। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের বুজরুক নুরপুর গ্রামের বাসিন্দা। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার তার কুলখানির আয়োজন করে স্বজনেরা।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাছ ব্যবসায়ী মোন্নাফ আলী মোটরসাইকেলের ধাক্কায় মারা যান। বর্তমানে প্রাণঘাতী করোনা সংক্রমনের মারাত্মক মুহূর্তেও মঙ্গলবার অতি উৎসাহী কিছু মানুষ নিহতের কুলখানির আয়োজন করে। এলাকাবাসী ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুলখানি বন্ধ করে দেয়। 

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


whatsapp follow image

আরও পড়ুন

×