ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

দুর্গাপুরে পুকুরে ডুবে ফুপু-ভাতিজির মৃত্যু

দুর্গাপুরে পুকুরে ডুবে ফুপু-ভাতিজির মৃত্যু

প্রতীকী ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ০৯:৩২ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ০৯:৪৩

রাজশাহীর দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মেঘা খাতুন (৮) ও হিরা খাতুন (২৪)।

মেঘা রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদরের মোরশেদ আলীর মেয়ে এবং হিরা এরশাদ আলীর মেয়ে। তারা সম্পর্কে ফুপু ও ভাতিজি। দুর্গাপুর উপজেলা পরিষদের দেয়াল ঘেঁষেই ভুক্তভোগীদের বাড়ি।

 

এলাকাবাসী জানায়, উপজেলা চত্বরের পুকুরে হাত ধুতে গিয়ে পানিতে পড়ে যায় মেঘা। বিষয়টি দেখে তার ফুফু হিরা খাতুন এসে তাকে ওঠানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তিনিও পানিতে পড়ে যান। হিরা শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি পুকুর থেকে উঠে আসতে পারেননি। উপজেলা পরিষদের পাশে মডেল মসজিদ নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকরা দূর থেকে ঘটনা প্রত্যক্ষ করেন। তারা এসে তাদের উদ্ধারের আগেই পানিতে ডুবে যান ভুক্তভোগীরা।

 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

×