ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ১০:১৬ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ১০:২৯

গাজীপুরের কোনাবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- নগরীর বাইমাইল কাদের মার্কেট এলাকার আলাউদ্দিনের ছেলে শামীম রেজা (২৬), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিজাম উদ্দিনের ছেলে ফারুক (২৭) এবং নগরীর বাইমাইল কাদের মার্কেট এলাকার মৃত মিয়া চাঁনের ছেলে সাহেব আলী (৬৫)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ বুধবার সকালে ছেলেকে নিয়ে কোনাবাড়ীর আমবাগে বান্ধবীর বাসায় বেড়াতে যান। ওই দিন রাত ৮টার দিকে বাইমাইল কাদের মার্কেট এলাকায় তার আরেক বান্ধবীর বাসায় যান। যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে কোনাবাড়ীর বাইমাইল কাদের মার্কেট এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তাকে বান্ধবীর বাসা খুঁজে দেওয়ার কথা বলে অন্য বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী কোনাবাড়ী থানায় ৩ জনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন।

কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিকভাবে দোষ স্বীকার করেছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

×