ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

নিরাপত্তা জোরদার, জামায়াত-শিবিরের ৭ কর্মী আটক

নিরাপত্তা জোরদার, জামায়াত-শিবিরের ৭ কর্মী আটক

ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ১০:৫৯ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ১০:৫৯

সিলেট নগরীতে শুক্রবার হঠাৎ করে নিরাপত্তা জোরদার করেছে মেট্রোপলিটন পুলিশ। নগরীর বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থান ছাড়াও বিশেষ মহড়া দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে আগামীকাল শনিবার সিলেট নগরীর রেজিস্টারি মাঠে জামায়াতের ডাকা সমাবেশস্থলের আশপাশে পুলিশের বিশেষ ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। যদিও শুক্রবার বিকেল পর্যন্ত সমাবেশের অনুমতি পায়নি জামায়াত। 

এদিকে দুপুরে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছেন, বিয়ানীবাজার উপজেলার খশির গ্রামের আজিজুল ইসলাম, বালাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের এএসএম রুবেল, কানাইঘাটের বড়দেশ গ্রামের মারুফ আহমদ, নগরীর উত্তর বাগবাড়ির আবুবকর সিদ্দিক, শান্তিগঞ্জ উপজেলার বাগেরকোনা গ্রামের সাইদুল ইসলাম। তবে দুজনের পরিচয় পাওয়া যায়নি। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ জানান, জামায়াতকে সমাবেশের জন্য অনুমিত দেওয়া হয়েছে কি না, তা তিনি জানেন না। আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো নাশকতা রোধে তৎপর রয়েছে। নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে জামায়াতের ৭ কর্মীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নামে মামলা রয়েছে কি না যাচাই করা হচ্ছে। 

সমাবেশ ও কর্মী আটকের বিষয়ে জানতে মহানগর জামায়াতের সভাপতি ফখরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।


আরও পড়ুন

×