খুবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

খুলনা ব্যুরো
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ১১:৩৮ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ১১:৩৮
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর ১টা থেকে নগরীর গল্লামারী মোড়ে সড়ক অবরোধ শুরু করে তারা। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে বিকাল সাড়ে তিনটায় অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বেলা সাড়ে ১১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের ছাত্র শাফায়েত সাগরকে সোনাডাঙ্গা এলাকায় ট্রাক চালক ও হেলপার মারধর করে। শিক্ষার্থীর দিকে চালক তার ট্রাক বেশি চাপিয়ে দিয়েছে-এ কথা বলতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর ট্রাকচালক ও হেলপার সাগরকে মারধর করে।
শিক্ষার্থীরা দাবি করেন, খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এরপর পুলিশের ২ জন এসআই ওই শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার করে।
এসব অভিযোগ তুলে শিক্ষার্থীরা দুপুর একটার দিকে নগরীর গল্লামারী মোড়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে। তারা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও মারধরকারীদের দ্রুত শাস্তির দাবি জানান।
পরে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ও স্থানীয় জনপ্রতিনিধিরা গিয়ে ছাত্রদের শান্ত করার চেষ্টা করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলামের আশ্বাসে বিকাল সাড়ে তিনটায় অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
পুলিশের উপ-কমিশনার জানান, শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ২ জনকে আটক করা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীর সঙ্গে অসাদচরণ করা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- খুবি
- শিক্ষার্থী মারধর
- সড়ক অবরোধ