লিবিয়ায় পুলিশের অভিযান, পালাতে গিয়ে বাংলাদেশির মৃত্যু

গোলাম আজি রুবেল
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ১১:৪২ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ১১:৪২
লিবিয়ায় পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে দুইতলা ভবনের ছাদ থেকে পড়ে গোলাম আজি রুবেল (২৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার লিবিয়ার বেনগাজি শহরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রুবের সঙ্গে থাকা আত্মীয় পারভেজ।
নিহত রুবেল নোয়াখালীর কবিরহাটের ঘোষবাগ ইউনিয়নের পূর্ব লামছি প্রসাদ গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।
ঘোষবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টু বলেন, আট মাস আগে আবুধাবি যান রুবেল। কয়েকদিন সেখানে থাকার পর ইতালি যাওয়ার উদ্দেশ্যে তিনি লিবিয়া যান। পরে নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের আরও তিন যুবকসহ মোট আটজন বাংলাদেশি লিবিয়ার বেনগাজি শহরের একটি বাসায় অবস্থান নেন। লিবিয়া পুলিশ ওই বাসায় অভিযান চালালে রুবেলসহ অন্যরা পালানোর চেষ্টা করেন। ওই সময় রুবেল পুলিশের হাত থেকে পালাতে গিয়ে দুইতলা একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে মারা যান।
রুবেলের ফুফাতো ভাই রবিন জানান, বৃহস্পতিবার সকালে রুবেলের সঙ্গে থাকা তার আত্মীয় পারভেজ রুবেলের মৃত্যুর খবর তাদের জানায়। তার মরদেহ বর্তমানে লিবিয়ার একটি হাসপাতালে রয়েছে। মরদেহ দেশে আনতে তার পরিবার সরকারের সহযোগিতা চেয়েছে।