শোবার ঘরে মিলল গোখরা সাপের ১৫ বাচ্চা

ফাইল ছবি
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ১১:৫০ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ১২:৪৭
কুষ্টিয়ার খোকসা উপজেলায় শোবার ঘর থেকে ১৫টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শিমুলিয়া গ্রামে আছিয়া খাতুন নামের এক বৃদ্ধার ঘরের মাটি খুঁড়ে এসব গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়।
আছিয়া খাতুনের স্বামী আকমল শেখ অনেক আগেই মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ভাই রেজন মোল্লার বাড়ির একটি কাঁচা ঘরে বসবাস করছেন।
রেজন মোল্লা জানান, শুক্রবার সকালে পাংশা উপজেলা থেকে আফসার সাপুড়েকে ডেকে আনা হয়। তিনি শোবার ঘরের মাটি খুঁড়ে বেশ কয়েকটি জীবিত গোখরা সাপের বাচ্চা ধরেন। সেখানে সাপের ৩০টি ডিমের খোসা পাওয়া যায়। মা সাপটিকে পাওয়া যায়নি। জীবিত সাপের বাচ্চা সাপুড়েকে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত ৪-৫ দিন ধরে তার বাড়িতে গোখরা সাপের একাধিক বাচ্চার দেখা যাচ্ছিল। প্রতিদিনই ১-২টা বাচ্চা পিটিয়ে মারা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তার বোনের ঘর থেকে ৭টি সাপের বাচ্চা বের হয়ে আসে। প্রতিবেশীদের সহযোগিতায় সেগুলো পিটিয়ে মারা হয়।
- বিষয় :
- কুষ্টিয়া
- শোবার ঘর
- গোখরা সাপের বাচ্চা
- উদ্ধার