ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ভাতিজা-ভাতিজি খুনের ঘটনায় চাচাসহ ৭ জনের নামে মামলা

ভাতিজা-ভাতিজি খুনের ঘটনায় চাচাসহ ৭ জনের নামে মামলা

নিহত মাহমুদুল হাসান আলমগীর ও নাদিরা আক্তার। ফাইল ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ১৪:৫৩ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ১৪:৫৩

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজা ও ভাতিজি খুনের ঘটনায় চাচাসহ ৭ জনের নামে মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় হোসেনপুর থানায় নিহতদের বাবা মো. সামছুদ্দিন মামলাটি করেন। মামলার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু।

নিহত মাহমুদুল হাসান আলমগীর (৩০) ও নাদিরা আক্তার (২১) উপজেলার শাহেদল ইউনিয়নের কুড়িমারা গ্রামের মো. সামছুদ্দিনের ছেলে-মেয়ে।  

জানা যায়, সামছুদ্দিনের সঙ্গে ছোটভাই আব্দুল কাদিরের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। সীমানায় গাছের চারা রোপণকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে সামছুদ্দিনের পরিবারের সঙ্গে কাদিরের পরিবারের সদস্যেদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আলমগীরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় গুরুতর আহত নাদিরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ারে পথে তিনি মারা যান। হাসপাতালে ভর্তি আছেন সামছুদ্দিনের স্ত্রী শাহিদা আক্তার (৫০), দুই ছেলে হুমায়ুন কবীর (২৭) ও সালমান (১৮)।

হোসেনপুর থানার ওসি জানান, সামছুদ্দিন বাদী হয়ে আব্দুল কাদিরকে প্রধান আসামি করে ৭ জনের নামে মামলা করেছেন। এ ঘটনায় আব্দুল কাদিরের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৪০) ও ছেলে ইমরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যরা পলাতক।

আরও পড়ুন

×