ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

সাবেক এমপি আসিফের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

সাবেক এমপি আসিফের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

গাড়ি ভাঙচুর

রংপুর অফিস

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ১৫:৫০ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ১৬:০৭

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা ও যুবসংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি হোসেন মকবুল শাহরিয়ার আসিফের ওপর হামলা হয়েছে। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। রংপুরের গঙ্গাচড়ার ভুটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আসিফ রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সাবেক এমপি। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে রংপুর-১ আসনে এবার জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্ততি নিচ্ছি। এরই অংশ হিসেবে নির্বাচনী এলাকার বুড়িরহাটে গণসংযোগ শেষে গঙ্গাচড়া বাজার হয়ে কোলকোন্দ, বড়বিল ও আলমবিদিতর ইউনিয়নে যাই। এ খবর পেয়ে দল থেকে বহিষ্কৃত এমপি মশিউর রহমান রাঙ্গার নেতাকর্মীরা গঙ্গাচড়া বাজারে অবস্থান করে শ্লোগান দিতে থাকেন। তারা গণসংযোগের গাড়িবহরকে গঙ্গাচড়া বাজারে ঢুকতে বাধা দেন। সেখান থেকে বড়বিল-মন্থনার দিকে যাওয়ার সময় রাঙ্গার নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত এবং পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। 

হামলার অভিযোগ অস্বীকার করে এমপি মশিউর রহমান রাঙ্গা বলেন, আমি জাতীয় পার্টি থেকে নির্বাচিত এমপি। দল বহিষ্কার করলেও আমি তো এখানকার জনপ্রতিনিধি। এখানে আমার জনসমর্থন আছে। আসিফ আমার এলাকায় আসবে বললে তো আমিই তাকে নিয়ে আসতাম। না জানিয়ে আসায় এলাকার মানুষ হয়তো ক্ষোভ প্রকাশ করেছে। তবে কার কত জনপ্রিয়তা ভোটেই তা প্রমাণ হবে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন বলেন, ভুটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হোসেন মকবুল শাহরিয়ার আসিফের গণসংযোগের সময় ছোট একটা ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।


আরও পড়ুন

×