ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

নাটোরে এক গ্রাম লকডাউন, ৪৬ জন কোয়ারেন্টাইনে

নাটোরে এক গ্রাম লকডাউন, ৪৬ জন কোয়ারেন্টাইনে

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ১১:৪০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নাটোরের জালালাবাদ নোয়াখালীপাড়া গ্রাম লকডাউনসহ কাফুরিয়া, সুলতানপুর ও নোটাবাড়িয়াসহ তিন গ্রামের  ৪৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন। এসব গ্রামে নারায়নগঞ্জ, ঢাকার আশুলিয়া ও ফরিদপুর থেকে ওই ৪৬ ব্যক্তি এসব গ্রামে এসেছেন। তাদের মধ্যে কেবল জালালাবাদ নোয়াখালী পাড়া গ্রামে ২১ জন আসায় ওই গ্রাম বুধবার সন্ধ্যা থেকে লকডাউন ঘোষণা করা হয়। এছাড়া অপর গ্রামগুলোর ৮টি বাড়ির লোকদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জালালাবাদ নোয়াখালীপাড়া গ্রাম লকডাউন ঘোষণা করার সত্যতা নিশ্চিত করে বলেন, এই গ্রামে ২১ জনের অধিকাংশই নারায়নগঞ্জ থেকে এসছেন। গ্রামটি লকডাউনের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।  অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আবুল হাসনাতও ব্যক্তিগত তহবিল থেকে তাদের খাদ্য সহায়তা দিয়েছেন। এছাড়া হোম কোয়ারেন্টাইনে থাকা কয়েক জনকে খাদ্য সহায়তা দেয়া হয়। 

whatsapp follow image

আরও পড়ুন

×