ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

খুলনায় ডেঙ্গুতে আরেক মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে আরেক মৃত্যু

ফাইল ছবি/সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ১১:৪৫ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ | ১১:৪৫

খুলনায় আরেক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাষ রঞ্জন হালদার জানান, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মো. বারেকের স্ত্রী শেফালী বেগম (৫৫) ডেঙ্গু জ্বর নিয়ে শনিবার রাতে হাসপাতালে ভর্তি হন। আজ সকালে তার মৃত্যু হয়।

এর আগে গত ১৮ জুলাই একই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সবুরুন্নেসা (৬৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছিল। তার বাড়ি বাগেরহাটের মোংলায়।

প্রসঙ্গত, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ২২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ৫৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

আরও পড়ুন

×