মুন্সীগঞ্জে কিশোরকে গলা কেটে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ১৬:১৪ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ | ১৬:১৪
মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে চরমুক্তারপুর গ্রামে আব্দুল্লাহ রাঢ়ী নামের এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে।
রোববার বিকেল ৩টার দিকে ওই গ্রামের কামাল দেওয়ানের বাড়ি থেকে কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পর মো. সাজ্জাদ নামে অন্য এক কিশোরকে আটক করা হয়েছে।
নিহত কিশোর আব্দুল্লাহ বরিশালের হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আয়নাল রাঢ়ীর ছেলে। সে চরমুক্তারপুর গ্রামের মদিনা ডায়িং অ্যান্ড প্রিন্টিংয়ের শ্রমিক ছিল।
স্থানীয়রা জানান, কামাল দেওয়ানের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে সাজ্জাদ, নজরুল ইসলাম, জহিরুল ও ইমরান শেখ নামে কয়েকজন বসবাস করে আসছিল। আজ সকালে সাজ্জাদ ছাড়া বাকি সবাই কাজে চলে যায়। পরে সকাল সাড়ে ৯টার দিকে ওই ঘর থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখেন তারা। এরপর খবর পেয়ে সদর থানা পুলিশ ও ঢাকার সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করে।
প্রতিবেশী মেহেরুনেছা বেগম বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে সাজ্জাদ রান্নাঘরে এসে আমার কাছে বঁটি চায়। আমি তাকে জিজ্ঞেস করি বঁটি দিয়ে কী করবি। উত্তরে সে আমাকে জানায়, ফ্যানের সঙ্গে একটি রশি আছে, সেটি কাটতে হবে। তারপর সে বঁটি নিয়ে চলে যায়। তারপর আমি আর কিছু জানি না।’
মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত সাজ্জাদ হোসেন নামে এক শ্রমিককে আটক করা হয়েছে। তার বাড়ি বগুড়া জেলায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার প্রাথমিক ক্লু পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।