ফরিদপুরের ধলার মোড়কে পর্যটন কেন্দ্র করতে স্মারকলিপি

ফরিদপুর অফিস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ১৬:১৯ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ | ১৬:১৯
ফরিদপুরের ‘মিনি কক্সবাজারখ্যাত’ ধলার মোড়কে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে শনিবার জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদারের কাছে স্মারকলিপি দিয়েছে সিনিয়র নাগরিক সমাজ।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এমএ সামাদ, অধ্যাপক আলতাফ হোসেন, লেখক মফিজ ইমাম মিলন, সাংবাদিক পান্না বালা, সমাজকর্মী শিপ্রা গোস্বামী প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক ধলার মোড়কে আধুনিক পর্যটনকেন্দ্র করার প্রতি সম্মতি দেন এবং শিগগিরই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, ফরিদপুর শহরে লক্ষাধিক মানুষের বসবাস হলেও নেই কোনো পার্ক। বাসিন্দাদের প্রাণভরে নিঃশ্বাস নিতে যেতে হয় পদ্মাতীরের ধলার মোড়ে। এখানে ঈদসহ বিভিন্ন উৎসব ও ছুটির দিনে ভ্রমণপিয়াসীদের ঢল নামে। পদ্মা সেতু চালুর পর ধলার মোড় হয়ে উঠেছে অন্যতম পর্যটনকেন্দ্র।
ফরিদপুরে জেলা প্রশাসক হিসেবে আসার পর আপনার নানা ভাবনা-চিন্তার প্রকাশ ঘটছে। ধলার মোড় এলাকায় উদ্যান করা হলে ফরিদপুর আরও আকর্ষণীয় হবে। এখানে পরিকল্পিত উদ্যান নির্মাণে পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে স্মারকলিপিতে।