খালে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ০৩:২৫ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ০৩:২৫
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় খালে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাথারী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মাঈদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (৪) ও ধরনিবাড়ী ইউনিয়নের ফজলাল রহমানের মেয়ে ইভা মনি (৩)। তারা সম্পর্কে মামা ও ভাগনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাব্বির ও ইভা খালের পাশে খেলছিল। খেলার একপর্যায়ে তারা খালে পড়ে যায়। তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তাদের সন্ধান পায়নি। পরে খালে ইভার মরদেহ ভেসে উঠে। সেসময় স্থানীয়রা খাল থেকে সাব্বিরকে উদ্ধার করেন। পরে উদ্ধার করে তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসা তাদের মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
- বিষয় :
- কুড়িগ্রাম
- খালে ডুবে
- শিশুর মৃত্যু