সিনিয়র সহকারী সচিব নাজিয়ার দাফন সম্পন্ন

সিনিয়র সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা। ফাইল ছবি
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ০৬:১৩ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ০৬:১৩
গাইবান্ধায় সিনিয়র সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানার দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গাইবান্ধা পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে, নাজিয়া সুলতানা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ সময় তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এস এম নাজিয়া সুলতানা গাইবান্ধা পৌরসভার ভিএইড রোড এলাকার বাসিন্দা সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম ওয়াহেদুন্নবী মিন্টুর মেয়ে।
তার চাচাতো ভাই এস এম সুমন মাহমুদ জানিয়েছেন, প্রথম জানাজা সচিবালয়ে অনুষ্ঠিত হয়। এরপর গাইবান্ধা পৌর গোরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়েছে।
৩০তম বিসিএস কর্মকর্তা এস এম নাজিয়া সুলতানা ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালের পদোন্নতি পেয়ে ২০১৯ সালের মে পর্যন্ত কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পর পদোন্নতি পেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হন নাজিয়া সুলতানা।