নগরকান্দা
ভ্যানচালককে কুপিয়ে হত্যা

ফরিদপুর অফিস ও নগরকান্দা প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ০৭:৩৫ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ০৭:৩৬
পূর্ব
শত্রুতার জের ধরে ফরিদপুরের নগরকান্দায় রুবেল শেখ (১৯) নামে এক ভ্যানচালককে কুপিয়ে
হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনার পর তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে
নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ফুলসূতি ইউনিয়নের কাজিকান্দা গ্রামের
এ ঘটনা ঘটে। রুবেল শেখ কাইচাইল ইউনিয়নের পাঁচকাইচাইল গ্রামের সালাম শেখের ছেলে।
জানা
গেছে, দীর্ঘদিন ধরে রুবেল শেখ ও রনি মিয়ার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। গতকাল বিকেলে
রুবেল শেখ হিয়াবলদি গ্রামে নানা রাজা মিয়ার বাড়িতে যায়। রাত ৯টার দিকে বাড়ি ফেরার
সময় কাজিকান্দা গ্রামের তাকে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে যায় প্রতিপক্ষরা। রাত সাড়ে
১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে
রাত ১১টার দিকে রুবেল মারা যান। এ ঘটনায় গুরুতর আহত রনি শেখকে হাসপাতালে ভর্তি করা
হয়েছে।
কাইচাইল
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করেছেন।
নগরকান্দা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, হিয়াবলদি গ্রামের কিছু উচ্ছৃঙ্খল
যুবক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল শেষে রুবেলের মরদেহ মর্গে
পাঠানো হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
সিনিয়র
সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল জানান, দুই গ্রামে দলাদলি
রয়েছে। বিভিন্ন সময় তারা বিবাদে জড়ায়। এরই জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের
খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। এরই মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে
নেয়া হয়েছে।