ফুলছড়ি
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণহানি

ফুলছড়ি (গাইবান্ধা)প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ০৮:১৩ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ০৮:১৩
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল রাঙ্গা
মিয়া (৫০) নামের এক ব্যক্তির। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাকু মিয়া গুরুতর আহত হন। আজ
বুধবার সকাল ১০টার দিকে কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি বাজারে দুর্ঘটনাটি ঘটে।
সকালে রাঙ্গা মিয়া বাজার
করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি একাডেমি বাজারে পৌঁছলে দ্রুতগামী একটি মোটরসাইকেল
(বগুড়া-হ-১১-৩৫২২) তাঁকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে
চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক রাকু মিয়াকেও সদর হাসপাতালে নেওয়া
হয়েছে। রাঙ্গা মিয়া কঞ্চিপাড়ার হোসেনপুর গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে বলে নিশ্চিত
করেছেন কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা রজ্জব আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা সেখানে কাজ করছে। বিস্তারিত
পড়ে জানা যাবে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত
- রংপুর