নগরকান্দায় ছুরিকাঘাতে তরুণ নিহত

ফাইল ছবি
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ০৯:৪২ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ০৯:৪২
ফরিদপুরের নগরকান্দায় ছুরিকাঘাতে রুবেল শেখ (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার হিয়াবলদি-কাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল উপজেলার পাঁচ কাইচাইল গ্রামের সালাম শেখের ছেলে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকেলে রুবেল তার দুই বন্ধুকে নিয়ে উপজেলার হিয়াবলদি গ্রামে ঘুরতে যান। সেখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হায়াত শেখের ছেলে রনি শেখের (১৬) সঙ্গে তার হাতাহাতি হয়। ঘটনার পর রুবেল শেখ বাড়িতে ফিরে যান। পরে রাত ১১টার দিকে ৭-৮ জনকে নিয়ে হিয়াবলদি গ্রামের ব্রিজ এলাকায় যান। এসময় ব্রিজ এলাকায় রনিকে ছুরিকাঘাত করেন রুবেল। তখন আহত রনি দৌড়ে পাশের চায়ের দোকানে আশ্রয় নেয়। রনির সঙ্গে থাকা অন্যরা রুবেলের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় রুবেলকে শেখকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে রুবেল মারা যান।
রুবেলের বাবা সালাম শেখ বলেন, ‘আমার ছেলে হিয়াবলদি গ্রামে ঘুরতে যায়। সেখানে ওরা আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।’
কর্তব্যরত চিকিৎসক ডা. খালেদুর রহমান জানান, আহত রুবেলকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানোর সময় তিনি মারা যান।
নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।