ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

এসবি-ডিএসবি পরিচয়ে অর্থ আদায়, প্রতারক গ্রেপ্তার

এসবি-ডিএসবি পরিচয়ে অর্থ আদায়, প্রতারক গ্রেপ্তার

গ্রেপ্তার আশিকুর ইসলাম আশিক। ছবি: সমকাল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১১:২৯ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১১:২৯

পুলিশের বিশেষ শাখা এসবি ও ডিএসবির সদস্য পরিচয় দিয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য অর্থ আদায় করার অভিযোগে আশিকুর ইসলাম আশিক নামে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার আশিক পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত প্রতারক চক্রের সদস্য। 

বুধবার দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন, কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার আশিক দিনাজপুর সদর উপজেলার হরিহরপুর (কাউয়াপাড়া) মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার দুর্বলা এলাকার বাসিন্দা খালেদুর রহমান তামি প্রতারণার একটি অভিযোগ করেছেন।

পুলিশ সুপার জানান, পুলিশ পরিচয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য অর্থ আদায় করা হচ্ছে– এমন একটি প্রতারক চক্রের তথ্য পাওয়ার পর তৎপরতা শুরু করে পুলিশ। এই চক্রের সদস্যরা পাসপোর্ট ভেরিফিকেশনের নামে সেবাপ্রত্যাশীদের কাছে ভুয়া এসবি ও ডিএসবি পুলিশের পরিচয় দিয়ে অর্থ গ্রহণ করত।

পুলিশ জানায়, গ্রেপ্তার আশিক গত ছয় মাসে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সোয়া ১২ লাখ টাকা আত্মসাৎ করেছে। দিনাজপুর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। 


আরও পড়ুন

×