ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১২:৩৩ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১২:৩৩
কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়া বাজার স্টেশনের অদূরে অনুশীলন একাডেমির সামনে গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে শেফায়েত হাবিবের (২১) সঙ্গে কিশোর গ্যাংয়ের সদস্য তারেকুল ইসলাম মিশুকের (২৫) তর্ক হয়। এ সময় মিশুক কোমর থেকে ছুরি বের করে হাবিবের পেটে আঘাত করে। গুরুতর অবস্থায় হাবিবকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান বলে পরিবার জানিয়েছে।
নিহত হাবিব পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালাগাজী সিকদারপাড়ার দুবাই প্রবাসী শাহাব উদ্দিনের ছেলে।
মিশুক বিএমচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকার আবু বক্করের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল চুরির বিষয় নিয়ে সোমবার রাতেও দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর একই বিষয় নিয়ে মঙ্গলবার বিকেলে ফের তর্কে জড়ান তারা। এ সময় মিশুক ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন হাবিব।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, মিশুককে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- কক্সবাজার
- চকরিয়া
- ছুরিকাঘাতে নিহত