সাত দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় - সমকাল
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৪:২৭ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৪:২৭
বকেয়া মজুরি পরিশোধ, বোনাস, উৎসব ভাতা, চিকিৎসা, স্থায়ী বাসস্থান নিশ্চিত করণসহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা বাগানের প্রায় দুই শতাধিক শ্রমিক অংশ নেন।
শ্রমিক নেতারা বলেন, ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ জন শ্রমিকের এরিয়া অর্থ বাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়া বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা ও চা বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিলের (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিক পক্ষ পরিশোধ করছে না।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- চা বাগান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুভাষ দাস, সমীরণ বাকতি, প্লা মুন্ডা, সীমা ভৌমিক ও বিষকা কর্মকার প্রমুখ।
- বিষয় :
- বকেয়া মজুরি
- মানববন্ধন কর্মসূচি