ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

বগুড়ায় ৯১ টাকার স্যালাইন ২০০ টাকা, জরিমানা

বগুড়ায় ৯১ টাকার স্যালাইন ২০০ টাকা, জরিমানা

জনতা ফার্মেসিতে অভিযান চালানো হয় - সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৫:১৫ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৫:১৫

স্যালাইনের সর্বোচ্চ খুচরা মূল্য ৯১ টাকা। সেই স্যালাইন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনের এক ফার্মেসিতে বিক্রি করা হচ্ছিলো ২০০ টাকায়। স্যালাইনের গায়ের দামের সঙ্গে বিক্রয়মূল্যের এমন আকাশ-পাতাল পার্থক্য পেয়ে ২০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুর ১২টার দিকে শজিমেক হাসপাতালের সামনের জনতা ফার্মেসিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। সংস্থাটির বগুড়া কার্যালয়ের সহকারী ইফতেখারুল আলম রিজভী এই অভিযানের নেতৃত্ব দেন। দণ্ডিত ব্যক্তি হলেন জনতা ফার্মেসির মালিক রবিউল ইসলাম রাব্বি।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের অভিযোগ ছিল, বিভিন্ন সময় সুযোগ নিয়ে জনতা ফার্মেসিতে স্যালাইনের দাম অতিরিক্ত নেওয়া হয়। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করলে এর সত্যতা পাওয়া যায়। এতে দেখা যায়, ক্রেতাদের কাছে ৯১ টাকা এমআরপির স্যালাইন ২০০ টাকায় বিক্রয় করা হচ্ছে। বিষয়টি দোকান মালিক রবিউল ইসলাম স্বীকারও করেছেন।

ইফতেখারুল আলম রিজভী বলেন, এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগীতা করেন।

আরও পড়ুন

×