ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

পুকুরে শিশু-কিশোরীর লাশ, পাড়ে পড়েছিল স্যান্ডেল

পুকুরে শিশু-কিশোরীর লাশ, পাড়ে পড়েছিল স্যান্ডেল

সাদিয়া আফরিন মারিয়া

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৫:২৭ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৫:২৭

কুমিল্লার দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে মিরাজ সরকার (৪) ও সাদিয়া আফরিন মারিয়া (১৩) নামে দুই শিশু-কিশোরীর মৃত্যু হয়েছে। 

বুধবার পৌর এলাকার ছোট আলমপুর দাসবাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করতে গিয়ে কিশোরীর মৃত্যু হয়েছে বলে ধারণা স্বজনদের।

মিরাজ উপজেলার রসুলপুর ইউনিয়নের নবীপুর গ্রামের প্রবাসী মো. মারুফ সরকারের ছেলে। সাদিয়া আফরিন মারিয়া (১৩) দেবিদ্বার পুরোনো বাজার মাদ্রাসাপাড়া এলাকার ব্যবসায়ী মো. নুরুল ইসলাম সুমনের মেয়ে। তারা ছোট আলমপুর দাসবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকত। মারিয়া স্থানীয় মফিজ উদ্দিন বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

মারিয়ার বাবা নুরুল ইসলাম বলেন, মারিয়ার গোসল শেষ হলে তিনি পুকুর পাড়ের কাছে মোটরসাইকেল ধোঁয়ামোছা করছিলেন। সে পাশে দাঁড়িয়ে ছিল, মিরাজ পুকুরে বোতল নিয়ে সাঁতার শিখছিল। তাঁর ধারণা, মিরাজকে পানিতে ডুবতে দেখে মেয়েটি তাকে উদ্ধার করতে পুকুরে নামে। পরে দু’জনই পানিতে তলিয়ে যায়। 

কাজ শেষে নুরুল মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুর পাড়ে দু’জনের স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। পরে কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে উদ্ধার করেন দু’জনের নিথর দেহ। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেলে জানাজা শেষে মিরাজকে নবীপুর ও মারিয়াকে পুরোনো বাজার কুসাগাজি বাড়িসংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলকৃষ্ণ ধর বলেন, মিরাজের দাদা মো. আব্দুল বাতেন সরকার থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। পরে উভয়ের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন

×