ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

কাউন্সিল সভায় চবি অধ্যাপককে গলা টিপে ধরার হুমকি ডিনের

কাউন্সিল সভায় চবি অধ্যাপককে গলা টিপে ধরার হুমকি ডিনের

চবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৫:২৮ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৫:২৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ড. মাহবুবুল হকের বিরুদ্ধে এক অধ্যাপকের গলা টিপে ধরার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারকে বুধবার চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে এ ঘটনার বিচার দাবি করেছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের অধ্যাপক গোলাম কবির।

চিঠিতে বলা হয়েছে, মঙ্গলবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২৪৪তম সভায় বক্তব্য দেন গোলাম কবির। এরপর কলা অনুষদের ডিন তাঁকে ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেন। গোলাম কবিরসহ আরও কয়েকজন সদস্য ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য না দেওয়ার জন্য ডিনকে অনুরোধ করেন। তবে এ অনুরোধ না মেনে আরও উত্তেজিত হয়ে একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে আক্রমণ করার জন্য উদ্যত হন ডিন। পরে কয়েকজন সদস্য তাঁকে শারীরিক আক্রমণ থেকে রক্ষা করেন।

গোলাম কবির চিঠিতে আরও উল্লেখ করেন, সভায় উত্তেজিত হয়ে মাহবুবুল হক তাঁর গলা টিপে ধরার হুমকি দেন। এ ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত ও মানসিকভাবে বিপর্যস্ত। তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি উপাচার্যের কাছে এ বিষয়ে সুবিচার চেয়ে তাঁর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

অভিযোগের বিষয়ে মাহবুবুল হক সমকালকে বলেন, ‘চিঠিতে একপাক্ষিক বক্তব্য উল্লেখ করেছেন গোলাম কবির। তিনি বক্তব্য দেওয়ার পর আমিও নিজের মতামত তুলে ধরছিলাম। হঠাৎ চিৎকার করে আমাকে বক্তব্য দিতে বাধা দিচ্ছিলেন তিনি। তারপর আমাদের কথা কাটাকাটি হয়। কিন্ত তিনি শুধু আমাকে নিচু করে উপস্থাপন করেছেন।’

সভায় উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী এক শিক্ষক জানান, চিঠিতে উল্লেখিত বিষয়টি সত্য। একজন সিনিয়র শিক্ষকের দিকে আরেকজন মারতে উদ্যত হওয়া উচিত হয়নি। 

আরও পড়ুন

×