পদ্মা নদী থেকে বালু উত্তলন বন্ধের দাবিতে মানববন্ধন

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয় - সমকাল
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৫:৩৭ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৫:৩৭
শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতুর নিচের এলাকা থেকে বালু তোলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকাল ১২টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসীরা অভিযোগ করেন, বালু ব্যবসায়ীরা স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে নদীভাঙনের কবলে পড়েছে পাইনপাড়া, মাঝিকান্দি, মোল্লাকান্দি, ব্যাপারীকান্দি গ্রামসহ ওই এলাকার বিস্তীর্ণ জনপথ। ভাঙনের কবলে বসতি হারিয়েছেন এসব গ্রামের অন্তত ৩০টি পরিবার।
তারা আরও বলেন, জাজিরা উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ ড্রেজারে মাধ্যমে বালু উত্তোলন করছে একাধিক সংঘবদ্ধ চক্র। তারা প্রতিদিন ১০০ ড্রেজার দিয়ে রাত ১০টা থেকে পরদিন ভোর পর্যন্ত এই মাটি উত্তোলন করে। এভাবেই পদ্মা নদী থেকে ড্রেজার লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন তারা । এতে নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দেওয়ায় নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। বেশকিছু এলাকায় দেখা দিয়েছে নদীভাঙন।
বালু উত্তোলন বন্ধ না হলে ভাঙন ও ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধির আশঙ্কা করছেন এলাকাবাসীরা। দ্রুত পদ্মা নদীতে অবৈধভাবে বালু তোলা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে পাইনপারা এলাকার বাসিন্দা মান্নান ফরাজি, মজিবর ছৈয়াল, খালেক মোল্লা অভিযোগ করে বলেন, অনেকবার প্রশাসনকে জানালেও কোনো ব্যাবস্থা নেওয়া হয়নি। তাদের বাঁধা দিলে হত্যার ভয় দেখানো হয়।
জাজিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বিশ্বাস বলেন, সেখানে আগের মতো আর ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হয় না।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম সোহেল বলেন, জাজিরা পাইনপারা এলাকাটা দূর্গম চর হওয়ায় বালুদস্যুরা রাত ১২টার পর মাটি কাটা আরম্ভ করে। তাই সেখানে যাওয়াটা ঝুকিপূর্ণ।