টিনশেড ঘরের পেট্রোল পাম্প পুড়ল আগুনে
-samakal-64c14f66dae66.jpg)
পুড়ে যাওয়া টিনশেড পেট্রোল পাম্প - সমকাল
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৬:৫২ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৬:৫২
বাজার ও জনবসতিপূর্ণ এলাকার এক পাশে ছোট আধাপাকা ঘর। চারপাশে ইটের দেয়াল হলেও ওপরে টিনের চাল। এমন ঘরেই পেট্রোল পাম্প স্থাপন করে কয়েক বছর ধরে চালানো হচ্ছিল ব্যবসা। গত মঙ্গলবার রাতে পাম্পটি আগুনে পুড়ে গেছে। ট্রাক থেকে পাম্পে পেট্রোল সরবরাহের সময় সেখানে আগুন লাগে। এতে পাম্পসহ আশপাশের দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়।
আগুনে আটকা পড়েন পাম্পের পাশের ভবনের কয়েকজন বাসিন্দা। আহত হন পেট্রোলবাহী ট্রাকচালকের সহকারী। তাঁর নাম জানা না গেলেও স্থানীয়রা জানিয়েছেন, তাঁর শরীরের অন্তত ৬০ শতাংশ পুড়ে গেছে।
ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট ঘরে এভাবে পেট্রোল পাম্প বসানো নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মালিকরা জানিয়েছেন, তাঁদের পরিবেশ ও বিস্ফোরক অধিদপ্তর থেকে শুরু করে সব কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। কিছুদিন আগে মাপে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তারা যাবতীয় কাগজপত্রও দেখান।
স্থানীয়রা জানান, পোড়াদিয়া গ্রামের আল আমিন, জসিম বিপ্লবসহ চারজন পাম্পের মালিক। জনবহুল স্থানে আধাপাকা ঘর ভাড়া নিয়ে পেট্রোল পাম্প চালাচ্ছেন তারা। তাদের অসচেতনতা ও অসাবধানতার কারণে বড় ধরনের দুর্ঘটনায় প্রাণহানিও ঘটতে পারত। মালিকদের কেউ প্রথমে এ বিষয়ে কথা না বলতে চাইলেও পরে নাজমুল হোসেন বলেন, এটি মিনি পাম্প নামে পরিচিত। সব কাগজপত্র আছে। ট্রাক থেকে আগুনের সূত্রপাত। যদিও তাৎক্ষণিক কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি।
বেলাব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াসিন ইকবাল বলেন, রাতে খবর পেয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা জান্নাত তাহেরা বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিয়ে পাম্প পরিদর্শন করবেন। তিনি বুঝতে পারছেন না, তারা কীভাবে এভাবে পাম্প চালানোর কাগজপত্র পেল! জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা বলেন, পেট্রোল পাম্প স্থাপনে অনেক শর্ত মানতে হয়। নিয়মের বাইরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেওয়া হয় না।
বিস্ফোরক অধিদপ্তরের ঢাকা অঞ্চলের সহকারী বিস্ফোরক পরিদর্শক রিফাত-ই আশরাফ বলেন, মিনি পেট্রোল পাম্প বলতে কোনো শব্দ নেই। বাজার ও ঘনবসতির কাছে কিংবা আধাপাকা ঘরে পাম্প স্থাপন করা যাবে না। এ রকম স্থানে বিস্ফোরক অধিদপ্তর পাম্পের অনুমোদন দেয়ার কথা না।
- বিষয় :
- পেট্রোল পাম্প
- আগুনে পুড়ে গেছে