ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

কৃষককে আগাম তথ্য দেবে ‘খামারি’ অ্যাপ

কৃষককে আগাম তথ্য দেবে ‘খামারি’ অ্যাপ

বাকৃবির এগ্রোমেটিওরোলজি বিভাগের সম্মেলন কক্ষে ‘খামারি’ অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানানো হয়

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৬:৫৩ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৬:৫৩

ভূ-স্থানিক প্রযুক্তির মধ্যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ও রিমোট সেন্সিং উল্লেখযোগ্য। এ প্রযুক্তির সাহায্যে সহজে জমির ম্যাপ নির্ণয় করা যায়। জমির উচ্চতা নির্ধারণ, অবস্থা, ফসলের ঘনত্ব, আশপাশে পানির উপস্থিতিসহ অনেক প্রয়োজনীয় তথ্য মেলে সহজেই। এর ওপর ভিত্তি করে কৃষক জমিতে কোন ফসল উৎপাদন করবেন, কোনটা লাভজনক, পানির প্রয়োজনীয়তা কেমন– এসব বিষয় বুঝতে পারবেন। সে অনুযায়ী চাষাবাদও করতে পারবেন তারা। এ জন্য জিআইএস প্রযুক্তি ব্যবহার করে ‘খামারি’ নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। 

বুধবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এগ্রোমেটিওরোলজি বিভাগের সভাকক্ষে এক সেমিনারে এমন তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘কৃষিতে ভূ-স্থানিক প্রযুক্তির প্রয়োগ’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কম্পিউটার ও জিআইএস ইউনিটের সাবেক পরিচালক আবিদ হোসেন চৌধুরী। তিনি উপজেলা পর্যায়ের ভূমির স্থায়িত্ব মূল্যায়ন এবং ক্রপ জোনিং সিস্টেমের উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে আবিদ হোসেন চৌধুরী বলেন, বিএআরসির উদ্যোগে জিআই প্রযুক্তি ব্যবহার করে ‘খামারি’ নামে অ্যাপ তৈরি করা হয়েছে। এটি বাংলায় তৈরি করা হয়েছে, যাতে কৃষক সহজে বুঝতে পারেন। এ প্রযুক্তির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের মাটির প্রকৃতি, ফসলের গুণগত মান যাচাই, আবহাওয়ার পূর্বাভাস, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত সম্পর্কিত তথ্য পাওয়া সহজ হবে। এসব তথ্য ব্যবহার করে ফসল উৎপাদনে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণও সহায়ক হবে।

এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এবিএম আরিফ হাসান খান রবিনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল বাতেন, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো আলমগীর হোসেন, এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রভাষক উম্মে সুমাইয়া শাম্মীসহ বাকৃবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী।

এ সময় ড. আরিফ হাসান খান রবিন বলেন, জিআইএস ব্যবহার করে দেশের ৩৬০টি উপজেলার মাটির গুণগত মান বিবেচনা করে ফসল, সার, বীজের ব্যবহার সম্বন্ধে তথ্য পাওয়া সম্ভব হচ্ছে। ইউনিয়নভিত্তিক তথ্য রয়েছে এই ‘খামারি’ অ্যাপে।


আরও পড়ুন

×