কুমিল্লায় ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ২

প্রতীকী ছবি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৮:০৪ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৮:০৪
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রেনের ধাক্কায় এক নারী ও এক শিশু নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার রাতে সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম।
তবে তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি। তার ধারণা- নিহতরা সম্পর্কে মা-মেয়ে।
ওসি জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। দুই বছর বয়সী মেয়েটিকে সঙ্গে নিয়ে তিনি বিজয়পুর বাজার ও আশেপাশের এলাকায় ভিক্ষা করতেন।
মাসুদ আলম জানান, বুধবার সন্ধ্যার দিকে শিশুটিকে নিয়ে ওই নারী বিজয়পুর রেলক্রসিং পার হওয়ার সময় বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী এবং তার সঙ্গে থাকা শিশুটির মৃত্যু হয়।
ওসি জানান, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ লাকসাম রেলওয়ে থানায় নেওয়া হয়েছে।
- বিষয় :
- ট্রেনের ধাক্কায় নিহত
- ট্রেনের ধাক্কা