ঢাকা বুধবার, ১৩ আগস্ট ২০২৫

করোনা আক্রান্ত ব্যক্তি ব্যাংক এশিয়ায়, লকডাউন

করোনা আক্রান্ত ব্যক্তি ব্যাংক এশিয়ায়, লকডাউন

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৮:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চট্টগ্রামে ব্যাংক এশিয়ার একটি শাখা লকডাউন করা হয়েছে। একই সঙ্গে শাখাটিতে কর্মরত ১৫ কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্যাংকটির আন্দরকিল্লা শাখা লকডাউন করতে বলে পুলিশ। 

বুধবার করোনা আক্রান্ত পোশাক কারখানার এক কর্মকর্তা ব্যাংকের ওই শাখায় গিয়েছিলেন।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখায় কাজে গিয়েছিলেন। সে কারণে নিরাপত্তার অংশ হিসেবে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে।

ব্যাংক এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আন্দরকিল্লা শাখার প্রধান আলী তারেক পারভেজ জানান, করোনাভাইরাসে আক্রান্ত পোশাক কারখানার ওই কর্মকর্তা গত ২৫ মার্চ তার অফিসের কাজে ব্যাংকে এসেছিলেন। গত ৫ এপ্রিল তার এক সহকর্মীও ব্যাংকে এসেছিলেন। এই কারণে শাখার সব কর্মকর্তা, কর্মচারীকে কোয়ারেন্টাইনে থাকার জন্য বৃহস্পতিবার দুপুরে পুলিশের পক্ষ থেকে বলা হয়। গত ৫ এপ্রিল ব্যাংকের ১৫ জন সবাই ব্রাঞ্চে উপস্থিত ছিলেন, সেজন্য পুরো শাখা লকডাউন করে দেওয়া হয়েছে। আগামী ১৪ দিন আন্দরকিল্লা শাখায় কোনো কার্যক্রম চলবে না বলে জানান তিনি।

আরও পড়ুন

×