পটুয়াখালী
যুবতী হত্যার বিচারের দাবিতে মনববন্ধন ও বিক্ষোভ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩ | ০৮:৪৯ | আপডেট: ০৪ আগস্ট ২০২৩ | ০৮:৪৯
পটুয়াখালীর গলাচিপায় পপি আক্তার (২০) নামে এক যুবতীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামে এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন ডাকুয়া ইউপি সদস্য মো. জাকির হোসেন, রতনদী তালতলী ইউপি সদস্য রিয়াজুল গাজী প্রমুখ।
পপির পরিবার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা গ্রামের রিমন মোল্লার সঙ্গে ৭/৮ মাস আগে ঢাকায় বিয়ে হয় পপি আক্তারের। তাঁরা দু'জনেই ঢাকায় গার্মেন্টসকর্মী ছিলেন।
ডাকুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো.জকির হোসেন জানান, গত শুক্রবার পপি তার ফুফু হোসনেয়ারা বেগমকে নিয়ে অসুস্থ দাদী শ্বাশুড়িকে দেখতে মিলনের বাড়ি যান। সেখানে রিমনের বাবা-মা পপিকে তাঁদের পুত্রবধূ হিসেবে মেনে নেয়নি।
পপির বাবা নাসির খাঁর অভিযোগ, গত মঙ্গলবার রাতে রিমন ও তার বাবা-মা পপিকে হত্যার পর ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।
রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় পপির বাবা নাসির খাঁ বাদী হয়ে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে রিমন ও তাঁর মা শিল্পী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।