ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

বান্দরবান-থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক

বান্দরবান-থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক

পাহাড়ে ধসে রাস্তার ওপর পড়া পাথর। ছবি-সমকাল

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩ | ১৫:৩৫ | আপডেট: ০৪ আগস্ট ২০২৩ | ১৫:৩৬

পাহাড় ধসে বন্ধ থাকা বান্দরবান-থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল মনসুর জানান, বান্দরবানে গত দুইদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হওয়াতে থানচি সড়কের নীলগিরি-জীবন নগরের মধ্যবর্তী স্থানে পাহাড়ে ধসে রাস্তার ওপর একটি বড় আকারের পাথর পড়ে। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে কোনো এক সময় পাহাড় ধসে রাস্তার ওপর একটি বড় আকারের পাথর পড়ে। যার কারণে পরের দিন শুক্রবার সকাল থেকে থানচির সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি টিম কাজ শুরু করে। 

জানা যায়, বড় পাথরটি সরাতে ফায়ার সার্ভিসকে অনেক বেগ পেতে হয়। পরে সেনাবাহিনীর ১৬ ইসিবি একটি দল এসে পাথর সরানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ সহযোগিতায় বিকেলের দিকে বড় আকারের পাথরটি সরাতে সক্ষম হয়। এরপর থানচির সঙ্গে সরাসরি যান চলাচল শুরু হয়। 

আরও পড়ুন

×