ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে দেয়াল চাপা পড়ে যুবলীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জে দেয়াল চাপা পড়ে যুবলীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩ | ১৬:৩৭ | আপডেট: ০৪ আগস্ট ২০২৩ | ১৬:৩৭

নারায়ণগঞ্জের বন্দরে দেয়ালের নিচে চাপা পড়ে মারা গেছেন রাসেল সাউদ (৩৫) নামের এক যুবলীগ নেতা। 

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর লক্ষ্মণখোলা এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। 

রাসেল ওই এলাকার মেছের সাউদের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতিতে জড়িত। এলাকার লোকজন জানিয়েছেন, রাসেলের বাড়ির ওয়াসার পানির পাইপে সমস্যা দেখা দিয়েছিল। শুক্রবার সকালে তিনি সেটি মেরামতের কাজ করছিলেন। হঠাৎ তাঁর বাড়ির ছাদের রেলিংয়ের দুর্বল অংশ ভেঙে রাসেলের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তাঁর মৃত্যুর সংবাদে দলীয় নেতাকর্মীরা বাড়িতে ভিড় করেন। 


whatsapp follow image

আরও পড়ুন

×