ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

কৃষকের জমির সবজি গাছ কাটল দুর্বৃত্তরা

কৃষকের জমির সবজি গাছ কাটল দুর্বৃত্তরা

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ০৩:৪১

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিরোধীয় জমির কলা, পেঁপে, লাউগাছসহ বিভিন্ন জাতের সবজিগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে এসব গাছ কাটে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী কৃষক শহীদুল হক অভিযোগ করেন, একই এলাকার আলতাফ হোসেন হাওলাদার ও রত্তন খানের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে গত ২৮ জুলাই সকালে আলতাফ হোসেন, রত্তন খানসহ সাত-আটজন তাঁর জমিতে ঢুকে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছপালা কেটে ফেলে এবং সেখানে নতুন চারা রোপণ করে জমি দখলের চেষ্টা করে তারা। এতে বাধা দিলে তাঁকে হুমকি দেয় আলতাফ হোসেন ও রত্তন খান। শহীদুল হক আরও জানান, এ ঘটনায় ঝালকাঠির ম্যাজিস্ট্রেট আদালতে ৩০ জুলাই মামলা করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আলতাফ হোসেন। তিনি দাবি করেন, তার কেনা জমি জোরপূর্বক দখলে নিয়েছে শহীদুল হক। এ নিয়ে তাদের মধ্যে তর্ক হয়েছিল।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাননি তিনি। তারপরও খোঁজ নিয়ে দেখবেন।

whatsapp follow image

আরও পড়ুন

×