ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

দুপুরের খাবার খেয়ে বেরিয়ে আর ফেরেনি হামজা

দুপুরের খাবার খেয়ে বেরিয়ে আর ফেরেনি হামজা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩ | ১৬:৪৫ | আপডেট: ০৬ আগস্ট ২০২৩ | ১৬:৪৫

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে আমির হামজা (১২) নামে এক মাদ্রাসাছাত্রের খোঁজ পাচ্ছে না পরিবার। শনিবার দুপুরে উপজেলার সনমান্দি ইউনিয়নের মামুদী এলাকার বাড়ি থেকে বের হয় সে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে রোববার দুপুরে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হামজার মা সোনিয়া বেগম।

স্থানীয় সূত্র জানায়, মামুদী এলাকার সৌদি আরব প্রবাসী সোহানুর রহমান সবুজের ছেলে আমির হামজা। সে একই এলাকার আয়েশা সিদ্দিকা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। শনিবার বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে মাদ্রাসার উদ্দেশে বেরিয়ে নিখোঁজ হয় সে। মাদ্রাসা ও আত্মীয়-স্বজনের বাড়িতেও তার সন্ধান পায়নি পরিবার।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, মাদ্রাসাছাত্র নিখোঁজের ঘটনায় জিডি নথিভুক্ত করা হয়েছে। তার বিবরণ জানিয়ে বিভিন্ন স্থানে বার্তা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

×