চুয়াডাঙ্গায় ডাকাত সন্দেহে একজনকে গণপিটুনি

প্রতীকী ছবি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৩ | ০৩:০৭ | আপডেট: ১১ আগস্ট ২০২৩ | ০৩:৩৭
চুয়াডাঙ্গা
সদরে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতির সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে পিটুনি দিয়েছে গ্রামবাসী।
গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ানের কুশোডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির অবস্থা অশঙ্কাজনক বলে জানা গেছে।
বিষয়টি
নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন,
রাতে সদর উপজেলার পদ্মবিলা এলাকার নিমতলা-কুশোডাঙ্গা সড়কের কুশোডাঙ্গা গ্রামের সড়কে
গাছ ফেলে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় গ্রামবাসী ডাকাত দলকে ধাওয়া করে একজনকে
ধরে পিটুনি দেয়। পরে তাকে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
জরুরি
বিভাগের চিকিৎসক মো. মোস্তাফিজুর জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
- বিষয় :
- অপরাধ
- খুলনা
- চুয়াডাঙ্গা
- চুয়াডাঙ্গা সদর