নাশকতার মামলা
দামুড়হুদায় জামায়াত-বিএনপির ৭ কর্মী গ্রেপ্তার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ১৫:১৮ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ১৫:১৮
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৭ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার লোকনাথপুর গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি জামায়াতে ইসলামীর নেতা মাওলানা হাবিবুর রহমানের ছেলে মোস্তফা জামাল, সাবেক এমপির শ্যালক জামায়াত কর্মী ফজলুল হক লেলিন, লোকনাথপুর গ্রামের সজল হোসেন, বিএনপি সমর্থক আকবর আলী, আমির হোসেন, মহসীন আলী ও জুড়ানপুর গ্রামের হাবিবুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা দামুড়হুদা থানার এসআই শেখরচন্দ্র মল্লিক জানান, জামায়াত ও বিএনপির কর্মী-সমর্থকরা সরকারবিরোধী বৈঠক করছে খবর পেয়ে মঙ্গলবার রাতে লোকনাথপুর গ্রামের একটি বাগানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিএনপি-জামায়াতের সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়।
দামুড়হুদা থানার ওসি আলমগীর কবির জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বুধবার নাশকতার মামলা করা হয়েছে। তাদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়।
- বিষয় :
- গ্রেপ্তার
- বিএনপি
- জামায়াত
- নাশকতার মামলা
- খুলনা
- চুয়াডাঙ্গা