আড়িয়াল খাঁর পাড়ে ১৬ মামলার আসামির মৃতদেহ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৬ মামলার এক আসামির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদরের মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড় থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত সাগর ফকির ওরফে কালা সাগরের (৩০) শহরের দরগাশরীফ এলাকার কালাম ফকিরের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে গুলিবিদ্ধ অবস্থায় সাগরের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় শুটারগান উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি সওগাতুল আলম বলেন, সাগর ফকিরের বিরুদ্ধে ডাকাতি, মোটরসাইকেট চুরি, ছিনতাইসহ নানা ঘটনায় সদর থানাসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টাও করেছি কিন্ত পাইনি। মহিষেরচর এলাকায় তার মৃতদেহ দেখে স্থানীয়রা জানালে লাশ উদ্ধার করা হয়েছে।