৫০০ মন হাঙর জব্দ

ফাইল ছবি
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১২:৫০ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ১২:৫৪
বরগুনার পাথরঘাটায় ৫শ মন সামুদ্রিক হাঙর জব্দ করেছে কোস্টগার্ড। রোববার ৯ নম্বর ওয়ার্ডের শুটকি পল্লি থেকে হাঙরগুলো জব্দ করা হয়। সদর বিট কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মাসুদুর রহমান মোড়ল জানান, বন্যপ্রাণী আইনে হাঙর শিকার নিষিদ্ধ। এরপরও কিছু অসাধু জেলে এগুলো শিকার করে পাথরঘাটা বিএফডিসি মাছ বাজারে প্রকাশ্যে বিক্রি করে আসছে। গোপন সূত্রে খবর পেয়ে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শুটকি পল্লিতে অভিযান চালিয়ে ৫শ মন হাঙর জব্দ করা হয়েছে। এর বাজারমূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা। হাঙরগুলো পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিগগিরই জড়িতদের আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- বরগুনা
- সামুদ্রিক হাঙ্গর
- জব্দ
- কোস্টগার্ড