সাঈদীর মৃত্যুতে শোক জানানোয় শিক্ষককে শোকজ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১৩:৪৪ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ১৩:৪৪
মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজায় অংশ নিয়ে শোক প্রকাশ এবং সরকারবিরোধী বক্তব্যের অভিযোগে এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
ওই শিক্ষককের নাম খোন্দকার মনির আযম মুন্নু। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা জানান, মনির আযম রোববার নোটিশের জবাব দিয়েছেন। এতে আবেগের বশবর্তী হয়ে এমন বক্তব্য দিয়েছেন উল্লেখ করে ক্ষমা চেয়েছেন তিনি। বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও পরবর্তী পদক্ষেপ নিবেন।
ইউএনও রফিকুল ইসলাম বলেন, ‘সরকারি চাকরিজীবীর কাছ থেকে এমন বক্তব্য কাম্য নয়। ক্ষমা চেয়ে পার পাওয়া যাবে না, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, গায়েবানা জানাজায় অংশ নিয়ে মনির আযম অভিযোগ করেন, সাঈদীকে সরকার পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও কটূক্তি করেন। তাঁর এ বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে গত বৃহস্পতিবার প্রধান শিক্ষক শোকজ করেন।
তবে অভিযোগের বিষয়ে খোন্দকার মনির আযমের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। এসএমএস পাঠালেও জবাব দেননি।