ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, তদন্ত কমিটি গঠন

সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, তদন্ত কমিটি গঠন

ফাইল ছবি

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১৫:৩৩ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ১৫:৩৩

চিকিৎসক নূরুল হুদা খান মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তবে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি দিয়ে কেন্দুয়া উপজেলার একটি প্রাইভেট চেম্বারে গিয়ে রোগী দেখেন তিনি। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

ময়মনসিংহ সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলামকে প্রধান করে গত শনিবার এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির দুই সদস্য হলেন– গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল আহমেদ ও ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল আহমেদ। সরেজমিন তদন্ত করে আগামী বুধবার প্রতিবেদন দাখিল করতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি গাড়ি বরাদ্দ দেয় সরকার। বছরে ছয় থেকে সাত মাস খালিয়াজুরী উপজেলার সমস্ত রাস্তা পানিতে ডুবন্ত অবস্থায় থাকে। তাই খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়িটি মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। সেই সুযোগে গাড়িটি নিয়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখতে কেন্দুয়া উপজেলায় যাতায়াত করেন মদন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূরুল হুদা খান। অন্য দিনের মতো গত ১৫ আগস্ট বিকেলেও গাড়িটি নিয়ে কেন্দুয়ার একটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতে যান চিকিৎসক নূরুল হুদা খান। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর।


আরও পড়ুন

×