প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে পোস্ট
চবি শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যকে চিঠি শিক্ষক সমিতির

ফাইল ছবি
চবি প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১৫:৫৫ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ১৫:৫৫
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী
পোস্ট দেওয়ার অভিযোগ এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক সহযোগী অধ্যাপকের বিচার
চেয়েছে শিক্ষক সমিতি। রোববার চবি উপাচার্য শিরীণ আখতারকে চিঠিটি দেওয়া হয়। অভিযুক্ত
মাইদুল ইসলাম সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের পিটস্বার্গের
একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।
সমিতির সভাপতি অধ্যাপক
মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল হকের সই করা চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে এবং
সরকারের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন কুৎসা রটিয়ে আসছেন মাইদুল ইসলাম। রাষ্ট্রপতি ও
প্রধানমন্ত্রীর নামে বিভিন্ন আপত্তিকর পোস্টও করেছেন তিনি, যা বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক হিসেবে অসদাচরণের শামিল। এতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা, শৃঙ্খলা ও
সংবিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এর আগে ২০১৮ সালে
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
আইনে মামলা করেন এক ছাত্রলীগ নেতা। ওই মামলায় ৩৭ দিন কারাগারে ছিলেন তিনি। তাঁকে সাময়িক
বরখাস্তও করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে অবশ্য এ সিদ্ধান্ত প্রত্যাহার করা
হয়।
চবি শিক্ষক সমিতির
সাধারণ সম্পাদক আবদুল হক বলেন, একটি পাবলিক
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে মাইদুল ইসলাম প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট
দিতে পারেন না। তিনি চাইলে সমালোচনা করতে পারেন। তবে সরাসরি পদত্যাগ চাওয়া সমীচীন
নয়। তাই ব্যবস্থা নিতে উপাচার্যকে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে অবস্থান
করায় এ বিষয়ে শিক্ষক মাইদুল ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।