ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

ময়মনসিংহ পয়েন্টের নাট ‘খোলা থাকায়’ ট্রেনটি লাইনচ্যুত হয়

ময়মনসিংহ পয়েন্টের নাট ‘খোলা থাকায়’ ট্রেনটি লাইনচ্যুত হয়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ও ত্রিশাল প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ১৮:৩১ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ | ০৩:০৫

ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার রাত পৌনে ৯টার দিকে ত্রিশালের ফাতেমানগর স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। ময়মনসিংহের এক রেল কর্মকর্তা জানিয়েছেন, ফাতেমানগর এলাকায় রেললাইনের পয়েন্টের ‘নাট খোলা’ থাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হতে পারে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮টা ৭ মিনিটে ছেড়ে যায়। ত্রিশালের ফাতেমানগর স্টেশনে পৌঁছায় ৮টা ৩৫ মিনিটে। সেখান থেকে ঢাকার দিকে যাওয়ার পথে কিছুদূর এগোতেই রাত পৌনে ৯টার দিকে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় লাইনচ্যুত হয়ে প্রায় আধা কিলোমিটার যায় বগিগুলো। এতে যাত্রীর আতঙ্কিত হয়ে পড়েন। অনেকই ট্রেন থেকে নেমে বিকল্প পথে নিজেদের গন্তব্যে রওনা দেন। জামালপুর এক্সপ্রেস রোববার বন্ধ থাকায় অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের চাপ বেশি ছিল । 

দুর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রী সুইটি আক্তার বলেন, ট্রেনটি লাইনচ্যুত হয়ে অনেক পথ চলে আসে। তখন প্রচণ্ড শব্দে সবাই আতঙ্কিত হয়ে উঠে। আল্লাহর রহমতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। 

জামালপুরের সরিষাবাড়ীর পোশাক শ্রমিক হারুনুর রশিদ তার স্ত্রী নার্গিস বেগমকে নিয়ে ফিরছিলেন কর্মস্থলে। হারুনুর রশিদ বলেন, বাড়ি থেকে খাদ্যসামগ্রী ও অন্যান্য মালামাল নিয়ে গন্তব্যে যাচ্ছি। বিকল্প অবস্থায় যাওয়ার উপায় নেই। তাই ট্রেনেই অপেক্ষা করতে হবে। 

ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকারী ট্রেন নিয়ে গন্তব্যের দিকে রওনা হয়েছি। উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কতটুকু সময় লাগবে বলা যাচ্ছে না। 

তিনি আরও বলেন, শুনেছি রেললাইনের পয়েন্টে সমস্যার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তবে তদন্ত না করে সঠিক কারণ বলা যাবে না।

ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলী বলেন, বিষয়টি নিয়ে উপর মহল থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আপাতত লাইন চালুর প্রচেষ্টা চলছে। যে পয়েন্টে ঘটনা সেটি ভালো ছিল, আগেও কাজ করানো হয়েছিল। 

তিনি আরও বলেন, রেললাইনটি অনেক পুরোনো থাকায় এবং ফিসবোল্ট (নাট) সরবরাহ কম থাকায় অনেক স্থানে চারটির স্থলে তিনটি আছে। ফিসবোল্ট না থাকায় দুর্ঘটনা ঘটেছে এমনটি বলা যাবে না। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

ত্রিশালের ফাতেমানগর রেলস্টেশনের মাস্টার আলমগীর হোসেন বলেন, ১৩টি বগি নিয়ে জামালপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস সাতটি বগি নিয়ে রাত পৌনে ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ৬টি বগি ঘটনাস্থলে আছে। উদ্ধারে কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মহিউদ্দিন আহমেদ বলেন, ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলেও কোনো হতাহত হয়নি। ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে তিন-চার ঘণ্টা সময় লাগতে পারে।

ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপার এসএম নাজমুল হক খান বলেন, ট্রেন চলাচল বন্ধ থাকায় গফরগাঁওয়ের মহেশখালীতে ব্র‏‏‏‏‏হ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।


আরও পড়ুন

×